বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আট রুটে বাস বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কালিজিরা সেতু এলাকায় অবৈধ বাসটার্মিনাল বন্ধে প্রশাসনের নির্দেশের প্রতিবাদে ঝালকাঠি বাস মালিক সমিতি গতকাল দুপুর থেকে এ জেলার পর দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে খুলনা-বরিশাল, পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, পাথরঘাটা-বরিশাল, ভাইমবারিয়া-বরিশাল ও ঝালকাঠি-বরিশাল এই ছয় রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বরিশাল মালিক সমিতির দাবি, ঝালকাঠি সমিতি অন্যায়ভাবে সড়কে যান চলাচলে বাধা দিচ্ছে। ঝালকাঠি জেলা প্রশাসন বলছে অবৈধ বাসটার্মিনাল বন্ধে হাই পার্টের নির্দেশনা রয়েছে। আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেট এসে কালিজিরা অস্থায়ী বাসস্ট্যান্ড বন্ধ করে দেয়। তাই ছয় রুটে বাস বন্ধ রেখেছি। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান বলেন, বিপুল সংখ্যক পুলিশ কালিজিরায় মোতায়েন করা হয়েছে—যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। সমস্যা সমাধানে ঝালকাঠি জেলা প্রশাসন শিগগিরই বরিশাল বিভাগীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবে।

সর্বশেষ খবর