বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মাদককে লাল, দেশ প্রেমকে সবুজ কার্ড

নোয়াখালী প্রতিনিধি

মাদককে লাল, দেশ প্রেমকে সবুজ কার্ড

লালকার্ড উঁচিয়ে মাদক, ইভ টিজিংবিরোধী শপথ নিচ্ছে খুদে শিক্ষার্থীরা।

নোয়াখালীতে মাদক, ইভ টিজিং ও বাল্যবিয়েকে না বলার শপথ নিয়েছে স্কুল শিক্ষার্থীরা। এ সময় তারা মাদক, ইভ টিজিং ও বাল্যবিয়েকে লালকার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজকার্ড প্রদর্শন করে।

জেলা শহরের অরুণ উচ্চ বিদ্যালয়ে ১ হাজার শিক্ষার্থীকে গতকাল শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার। ‘এগিয়ে চলো মানবতার সেবায়’ এই স্লোগানে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই শপথের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমান সময়ে মাদকের যে ভয়াবহতা তার বিরুদ্ধে এই লালকার্ড প্রদর্শনের বিষয়টি অসাধারণ মনে হয়েছে। মাদক, ইভ টিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ ও লালকার্ড প্রদর্শন তাদের মনে গেঁথে গেছে। তারা এই শপথ রক্ষা করবে।’

সর্বশেষ খবর