বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঝালকাঠি বিআরটিএ অফিসে ভিড়

৪ দিনে ৭০০ মামলা

ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ঝালকাঠি বিআরটিএ অফিসে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন, ফিটনেস নবায়নসহ বিভিন্ন আবেদনের সংখ্যা বেড়েছে। অফিসের বাইরেও চালকদের লাইন চোখে পড়ার মতো। ঝালকাঠি বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী শাহ আলম জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে তাদের কাজ কয়েকগুণ বেড়ে গেছে। পরিদর্শক মাহফুজ হোসেন জানান, চালকদের সেবা দিতে তারা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার ছাড়া) অফিস খোলা রাখছেন। জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মামুন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের নয়টি টিম গাড়ির কাগজ, লাইসেন্স, ইন্স্যুরেন্স ও ফিটনেস পরীক্ষা করছে। এ চার দিনে জেলায় সাত শতাধিক মামলা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি গাড়ি।

সর্বশেষ খবর