বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার ১৫ হাজার গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করেছে। পল্লী বিদ্যুতের এ অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা। শরণখোলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের রক্ত চুষে নিচ্ছে। আমাদের টাকায় মিটার কিনেও প্রতি মাসে তাদের ১০ টাকা করে মিটার ভাড়া গুনতে হচ্ছে। ভৌতিক বিল, নতুন সংযোগ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জসহ নানা কারণ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তাছাড়া, সম্প্রতি একটি এজেন্ট ব্যাংকের মাধ্যমে বিল নেওয়া শুরু করেছে। ওই এজেন্ট ব্যাংকে কৌশলে বিলের সঙ্গে আরও ৫-১২ টাকা অতিরিক্ত আদায় করছে। সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন— জাহাঙ্গীর কবির বাবুল, গোলাম মোস্তফা মধু, এমএ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশা, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন রুমী প্রমুখ।

সর্বশেষ খবর