বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গণশুনানিতে তোপের মুখে কয়েকটি দফতর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রায় সব সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন খান, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন মিয়া, ইউএনও মোহাম্মাদ জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে শুনানি। অভিযোগ উত্থাপন ও জবাবদানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে তোপের মুখে পড়েন পৌর প্রকৌশলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের আরএমও, সাব-রেজিস্ট্রার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

সর্বশেষ খবর