বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বালু উত্তোলনে ভাঙন ঝুঁকিতে ১০ গ্রাম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সভা হয়েছে। অভিযোগ উঠেছে, ইজারার নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে মহেষপুর ইউনিয়নের ১০টি গ্রাম। বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীতে বিলীন হয়ে যাবে গ্রামগুলো। ভিটেহারা হবে ৩০ হাজার মানুষ। তাই নদী ভাঙন থেকে বাঁচতে নিয়মবর্হিভূত বালু উত্তেলনকারীদের ইজারা বাতিলের দাবি জানিয়েছে গ্রামবাসী। এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। গ্রামবাসী জানায়, রায়পুরা উপজেলার বেগমাবাদ, ঝাউকান্দি, গৌরীপুর, তুলাতুলি, কড়ইপুর, হুগলাকান্দি, কাচারীকান্দি, থানাকান্দি ও মধ্যের চর গ্রাম মেঘনার তীরে অবস্থিত। গ্রামগুলোতে সাতটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বসবাসকারী লোকসংখ্যা ৩০ হাজার। নদীর চর বেগমাবাদ ও গৌরীপুর ইজারা এলাকায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ৩/৪টি ড্রেজার দিয়ে বালু তোলার ফলে নদীতে অতি গভীরতা সৃষ্টি হয়েছে। এ কারণে ড্রেজারগুলো এখন ইজারা অঞ্চলের বাইরে এসে বালু উত্তোলন শুরু করেছে। এতে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনের হাত থেকে ঘরবাড়ি বাঁচাতে মাঠে নেমেছে গ্রামবাসী। সম্প্রতি তারা প্রতিবাদ সভা করে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও মহেষপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরহান হোসেন চাঁন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, ইদ্রিস আলী, মোহাম্মদ আলী, হাবিল মেম্বার ও সামসুল আলম মুকুল। বক্তারা বলেন, ‘মেঘনা নদীর ড্রেজার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮০ মিটার নদীগর্ভে : নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর পেঁচিবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮০ মিটার নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে পেঁচিবাড়ি গ্রামের বহু বসতভিটা-আবাদি জমি। অব্যাহত ভাঙনের ফলে বাঁধের ওপর দিয়ে চলাচলকারী প্রায় ৫০ গ্রামের মানুষের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের ভারি বর্ষণে পেঁচিবাড়ি গ্রামের দক্ষিণ অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত মাটির তৈরি বাঁধের প্রায় ৮০ মিটার নদীগর্ভে চলে যায়। ফলে বাঁধের ওপর দিয়ে হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া নদী ভেঙে বাড়িঘর ও আবাদি জমির দিকে ধেয়ে আসায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর