বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘ফজিলাতুন নেছা মুজিব একজন মহিয়সী নারী’

দিনাজপুর প্রতিনিধি

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আন্তরিক সহযোগিতা ছাড়া শেখ মুজিবুর রহমান জাতির জনক-বঙ্গবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতেন না। স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা অর্জনে ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন একজন মহিয়সী নারী। তাঁর ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু জনতার নেতা। বঙ্গমাতার আদর্শ ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হবে।’ জাতির জনকের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন। বক্তৃতা করেন— জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, জেলা সংস্থার কার্যকরী কমিটির সদস্য ছবি সিনহা, সদস্য বেবী মান্নান, সুলতানা বেগম প্রমুখ। আলোচনা শেষে ফজিলাতুন নেছা মুজিবের কর্মজীবন নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর