বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাগলপুরের আহাদুল হত্যা মামলায় বাবা, দুই ছেলেসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন এরফান আলী টিপু (৬১), তার দুই ছেলে হামেদ (৪১), রুমেদ (৩৮), তোহর আলীর ছেলে দবির (৩৯) ও আবু বক্করের ছেলে আকালু (৩৫)। অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী গতকাল এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, জমি ও পুকুরে মাছ ধরাকে কেন্দ্র ২০০৯ সালের ১৬ অক্টোবর রাতে গোমস্তাপুরের ভাগলপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন আহাদুল। এ ঘটনায় নিহতের শ্বশুর পরদিন মামলা করেন।

ভাই হত্যায় যাবজ্জীবন : কুমিল্লার বুড়িচংয়ে বড় ভাই আবুল কালাম আজাদকে হত্যার দায়ে ছোট ভাই আবু মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক।

সর্বশেষ খবর