নীলফামারীর ডোমারে ভিজিএফের ২৪৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বোড়াগাড়ি বাজার থেকে ট্রাক্টরসহ এসব চাল জব্দ করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বোড়াগাড়ি বাজার এলাকা থেকে ট্রাক্টরটি আটক করে ডোমার থানায় খবর দেয় এলাকাবাসী। ট্রাক্টরে ২৪৬ বস্তা ভিজিএফ’র চাল ছিলো। জব্দ করা চাল জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের বলে জানান তারা। পরে শুক্রবার জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদসহ প্রশাসনের কর্মকর্তারা ধর্মপাল ইউনিয়ন পরিষদে গিয়ে চালের গোডাউন সিলগালা করে দেন।
ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান বলেন, বৃহস্পতিবার ১ হাজার ৪৭৫ কার্ডের বিপরীতে চাল বিতরণ করেন ২৯ দশমিক ৫ মেট্রিক টন। আটক চাল তার নয়।
ডোমার থানার ওসি মোকছেদ আলী বলেন, বৃহস্পতিবার রাতে বোড়াগাড়ি বাজার থেকে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু তাহের বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।