সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তৃতীয় শ্রেণির কর্মচারীরা চালান বহির্বিভাগ!

কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স

কুষ্টিয়া প্রতিনিধি

কক্ষ নম্বর ১১১। বাইরে নেম প্লেটে ডা. সৈয়দ রাকীব হাসান লেখা। ভিতরে তার চেয়ারে বসেই রোগী দেখছেন ওই হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মকলেছুর রহমান উজ্জল। রোগীর ভিড় চোখে পড়ার মতো। রোগীদের ধারণা, এমবিবিএস ডাক্তারের কাছেই চিকিৎসা নিচ্ছেন তারা। মকলেছুর রহমান উজ্জল এমবিবিএস ডাক্তার নন এটা জানাজানি হলে কক্ষে হইচই পড়ে যায়। এ দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের। জানা যায়, কেবল মকলেছুর রহমান উজ্জল নন, ওই হাসপাতালের ১১৩ নম্বর কক্ষে দীর্ঘদিন ধরে এমবিবিএস ডাক্তার সেজে রোগী দেখছেন তৃতীয় শ্রেণির কর্মচারী সাখাওয়াত হোসেন পলাশ। বহির্বিভাগে রোগী দেখার জন্য কোনো এমবিবিএস পাস মেডিকেল অফিসার নেই। মকলেছুর রহমান উজ্জল, সাখাওয়াত হোসেন পলাশের মতো কয়েকজন সেই দায়িত্ব পালন করছেন। এছাড়াও নানা অনিয়ম-দুর্নীতি হচ্ছে ওই হাসপাতালে। কুমারখালী উপজেলার প্রায় ৪ লাখ মানুষের একমাত্র ‘উন্নত চিকিৎসা সেবা কেন্দ্র’ এই হাসপাতাল। পার্শ্ববর্তী খোকসা উপজেলা থেকেও এখানে রোগী আসেন। হাসপাতালের হিসাব অনুযায়ী প্রতিদিন বহির্বিভাগে আসেন প্রায় ৩০০ রোগী। তারা চিকিৎসা সেবার নামে প্রতারিত হচ্ছেন। সমপ্রতি কুমারখালীর ইউএনও শাহিনুজ্জামান অসুস্থ হয়ে এ হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গু আক্রান্ত হলেও দুই দিন তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়। এতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ক্লিনিকে গেলে ধরা পড়ে তার ডেঙ্গু হয়েছে। কেবল শাহিনুজ্জামানই নন, সহকারী দিয়ে রোগী দেখার কারণে প্রতিনিয়ত ভুল চিকিৎসার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগের ব্যাপারে মকলেছুর রহমান উজ্জল ও সাখাওয়াত হোসেন পলাশ বলেন, ‘ভাই স্যারের (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) নির্দেশে আমরা রোগী দেখছি। কোনো অভিযোগ থাকলে স্যারের সঙ্গে কথা বলেন।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিনের দাবি, তিনি নিয়মিত শতাধিক রোগী দেখেন। তার কারণেই হাসপাতালের চিত্র পাল্টে গেছে। মানুষ আগের থেকে ভাল সেবা পাচ্ছে। এ কারণে হাসপাতালটি একাধিকবার দেশসেরা হয়েছে। যারা বাইরে থেকে নানা কথা বলছে তারা মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথা বলছে।’ এছাড়া হাসপাতালে প্যাথলজি বিভাগ থাকলেও তা অনেকটা অচল। ইসিজি ও আলট্রাসনোগ্রাম রুমে তালা ঝুলছে। একমাত্র এক্স-রে ও রক্ত পরীক্ষার কাজ চলে টেনেটুনে।

সর্বশেষ খবর