সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সেতু ধসে ট্রলি খালে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সেতু ধসে ট্রলি খালে

পটুয়াখালীর গলাচিপায় ধসে পড়া ব্রিজ —বাংলাদেশ প্রতিদিন

গলাচিপায় ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি ধসে একটি ইটবোঝাই ট্রলি খালে পড়ে গেছে। গতকাল দুপুরের এ দুর্ঘটনায় ট্রলিচালক আহত হয়েছেন। সেতুটি বিধ্বস্ত হওয়ায় দুই পাড়ে আটকা পড়ে অর্ধশতাধিক যানবাহন। ডাকুয়া ইউপি সদস্য সায়েম মৃধা জানান, শব্দ শুনে এলাকার লোকজন এসে ট্রলিচালক হাবিবকে খাল থেকে উদ্ধার করে। উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান জানান, হালকা যান চলাচলের জন্য এ সেতুটি নির্মাণ করা হয়েছিল। জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে ২০০০ সালে গজালিয়া খালে ১০০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু প্রতিদিন ৪/৫ টন ওজনের যান চলাচল করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর