শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বেতনের দাবিতে সড়ক অবরোধ

৬ ঘণ্টা পর যান চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের হোতাপাড়া এলাকায় চলতি মাসের অর্ধেক বেতন ও বোনাস এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ্যালিগেন্টস কারখানার শ্রমিকরা। তাদের দাবি মেনে নিলে প্রায় ৬ ঘণ্টা পর মহাসড়ক থেকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।  পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, গাজীপুরের হোতাপাড়া এলাকার এ্যালিগেন্টস কারখানার শ্রমিকেরা আসন্ন ঈদুল আজহার আগে আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতন পরিশোধ, বোনাস এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। যার কারণে শুক্রবার সকালে কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করে। অন্য একটি সূত্র জানায়, কারখানায় সদ্য যোগদান করা নতুন শ্রমিকরা ঈদ বোনাস না পাওয়ায় চলতি মাসের অর্ধেক বেতন বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।  নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ জানান, শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয়পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পরিচালক (পুলিশ সুপার) মো. সিদ্দিকুর রহমান জানান, পুলিশের বিভিন্ন ইউনিট শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পরে মালিক শ্রমিক পরস্পর আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আগামী রবিবার সকাল ১০টার পর মালিকপক্ষ শ্রমিকদের দাবিকৃত চলতি মাসের ১৫ দিনের স্থলে ১০ দিনের বেতন দিবেন, বিজিএমইএর বিধি অনুযায়ী প্রাপ্য বোনাস দেওয়া হবে। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, তারপরও সমস্যা হলে আইনগত বিধান তো রয়েছেই। শ্রমিকদের এসব দাবি পূরণের আশ্বাসের পর বিকাল ৪টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে আবার যান চলাচল শুরু হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর