শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

রূপগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের মাঠে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাছেল, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান প্রমুখ। আব্দুল হাই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনের নির্বাচনে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। এ জন্য রাত-দিন পরিশ্রম করতে হবে। সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে রূপগঞ্জবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। —রূপগঞ্জ প্রতিনিধি

শোক র‌্যালি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করেন, তারা বাংলাদেশকে অস্বীকার করেন। শুক্রবার  দুপুরে শোক দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন, তিনি ছিলেন বহুমাত্রিক নেতা। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ ীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানেই আলোচনা সভা হয়। সেখানে অন্যান্যের মধ্যে দেওয়ান কামাল আহমেদ, মমতাজুল হক, আলিমুদ্দিন বসুনিয়া ও আবুজার রহমান বক্তৃতা করেন। —নীলফামারী প্রতিনিধি

গাছের সঙ্গে শত্রুতা

পূর্বশত্রুতার জেরে মাদারীপুর কালকিনিতে শাজাহান হাওলাদার নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই শতাধিক চারা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।—মাদারীপুর প্রতিনিধি 

মাদকসেবীর জেল

নাটোরে মাদক সেবন ও বিক্রির দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এই আদেশ দেন। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যামেপর স্কোয়াড কমান্ডার এএসপি আজমল হোসেন বলেন, র‌্যাবের একটি দল বৃহসপতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ মাদকসেবী ও বিক্রেতাকে আটক করে। এ সময় ১২ পিস এ্যামফিটামিন ট্যাবলেট ও পাঁচ লিটার চোলাই মদ জব্দ করা হয়। —নাটোর প্রতিনিধি

ওলামা দলনেতা গ্রেফতার

নাশকাতা ও ভাঙচুরের মামলায় বগুড়া জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বী তোহাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শহরের শাকপালা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া 

কাপড় ও ঈদসামগ্রী বিতরণ

জেলার রায়পুরার আমিরগঞ্জ, খানাবাড়ী, হাটুভাঙা, মেথিকান্দা, শ্রীনধি ও দৌলতকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাপড় ও ঈদসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার। এ সময় স্থানীয় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। —নরসিংদী প্রতিনিধি

অনুপ্রবেশকারীদের ঠেকানোর শপথ

বদিউজ্জামান বাদশা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে দলের ভিতর মোনাফেক-বেঈমানরাও জড়িত ছিলেন। তাই দলে অনুপ্রবেশকারী মুক্ত করার দৃঢ শপথ গ্রহণ করতে হবে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের মাসব্যাপী জাতীয় শোক দিবস কর্মসূচির অংশ হিসেবে গতকাল শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নকলা-নালিতাবাড়ী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ বদিউজ্জামান বাদশা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

—নালিতাবাড়ী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর