রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকিতে নবনির্মিত সেতু

মানিকগঞ্জ প্রতিনিধি

ঝুঁকিতে নবনির্মিত সেতু

মানিকগঞ্জ পৌর এলাকার কালিগঙ্গা সেতুর দক্ষিণ পাড়ে শুরু হয়েছে ভাঙন। ঝুঁকিতে নবনির্মিত সেতু —বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জ শহরের মধ্যদিয়ে প্রবাহিত কালিগঙ্গা নদীতে শুরু হয়েছে ভাঙন। গত এক সপ্তাহে বহু ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে নদীপাড়ে গড়ে উঠা হোটেল-রেস্তোরা- বাড়িঘর ও সদ্যনির্মিত কালিগঙ্গা সেতু।

ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টমালিক খোন্দকার আরাফাত বলেন, ‘কালিগঙ্গা নদীতে সেতু হওয়ায় এলাকাটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিনোদন পিপাসুদের পদচারণায় এলাকা মুখর থাকে। আমরা কয়েক বন্ধু এখানে গাঙ নামে একটি রেস্টুরেন্ট করেছি। কিন্তু কয়েকদিনের রেস্টুরেন্টটি নদীতে চলে গেছে। বাড়িঘরসহ আরও কয়েকটি রেস্টুরেন্ট ভাঙনের ঝুঁকিতে আছে।’ তিনি জানান, নদীতে অবৈধভাবে ড্রেজিং দিয়ে মাটি কাটার কারণে কয়েক কিলোমিটার এলাকাসহ ত্বরা ও কালিগঙ্গা সেতু দুটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পার ঘেষে নদীতে অবৈধ ড্রেজার বসানোর পড়ই ভাঙন শুরু হয়েছে। ইজারাদার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন জানান— বর্তমানে ড্রেজিং বন্ধ রয়েছে। পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুধা সেলিম বলেন, ‘ভাঙনের ফলে লোকজন বাস্তুহারা হয়ে যাবে। দ্রুত বসতি এলাকায় ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করা উচিৎ।’ জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, কেউ অবৈধভাবে নদী থেকে বালু উত্তলন করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর