রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুস্থদের চাল নিয়ে চালবাজি!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বিশেষ বরাদ্দের (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রহমতপুর ইউনিয়নের অসহায়দের ২৩ দশমিক ১৪০ মেট্রিক টন চাল ইউপি চেয়ারম্যান গত ১০ আগস্ট উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণের দিন ধার্য ছিল। এ দিন এক হাজার ১৫৭ হতদরিদ্র নারী-পুরুষ ইউনিয়ন পরিষদ চত্বরে জমায়েত হন। উপজেলা চেয়ারম্যান ইউপি কার্যালয়ে এলে ইউপি চেয়ারম্যান তাকে জানান, মাত্র ১০ মেট্রিক টন চাল উত্তোলন করা হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন। বাবুগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল খালেক জানান, রহমতপুর ইউনিয়নের জন্য বরাদ্দ ২৩ দশমিক ১৪০ মেট্রিক টন চাল চেয়ারম্যান কাগজপত্রে উত্তোলন করে নিয়ে গেছেন। কিছু চাল অলিখিতভাবে গুদামে রেখে গেছেন।

দিনাজপুরে স্টোরকিপার আটক : দিনাজপুর প্রতিনিধি জানান, ভিজিএফ চাল ওজনে কম দেওয়ার অভিযোগে দিনাজপুর পৌরসভার স্টোরকিপার মজিবর রহমান বাচ্চুকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল হতদরিদ্র পরিবারের অভিযোগের    ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম এ অভিযান চালান। এ সময় ২০ কেজির পরিবর্তে ১৮ দশমিক ৬২ কেজি চাল দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর