সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তলিয়ে গেছে ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি

তলিয়ে গেছে ঝুলন্ত সেতু

পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। প্রায় দুই ফুট পানির নিচে সেতুর পাটাতন চলে গেলেও ঝুঁকি নিয়ে চলাচল করছেন পর্যটকরা। পানি আরও বাড়লে সেতু দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানান রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া। তিনি আরও জানান, ঝুলন্ত সেতু ডুবে গেলেও রাঙামাটিতে আসা পর্যটকদের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ রাঙামাটিতে অনেক বৈচিত্র্যময় আকর্ষণীয় স্থান রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীর কারণে স্থবির হয়ে পড়েছিল রাঙামাটির পর্যটন শিল্প। টানা পর্যটন খরার পর ঈদের ছুটি ঘিরে আবার প্রাণবন্ত হয়ে উঠবে রাঙামাটি— এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর