চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের একটি বনে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদে গিয়ে দখলদারদের হামলায় ফরেস্ট রেঞ্জের বনমালী আবদুস সালাম (৫২) নিহত হয়েছেন। গতকাল দুপুরে হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের রহমতপুরে এ ঘটনা ঘটে। নিহত বনকর্মী আবদুস সালামের (৫২) বাড়ি টাঙ্গাইলে। ভুজপুর থানার ওসি বায়েছ আলম বলেন, ‘হাতিমারা নামে একটি সংরক্ষিত বনাঞ্চল বিটে অবৈধভাবে বসবাস করা এক ব্যক্তি পাকা ঘর তৈরি করছিল। এরপরই দখল উচ্ছেদ অভিযানে নামেন হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান চলাকালে দখলদাররা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সালাম নামে একজন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে। এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দেশের একমাত্র জলারবন রাতারগুলের মহিষের ঘাটে বনবিভাগের লোকদের সঙ্গে গ্রামের দখলদারদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনরক্ষীরা গুলি ছুড়েন। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া দখলদারদের হামলায় রেঞ্জ কর্মকর্তা ও দুই বনরক্ষী আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, রাতারগুলের আশপাশে প্রায় ২০১ একর জায়গা সম্প্রতি দখলদারদের কবল থেকে উদ্ধার করে বনবিভাগ। এতে ক্ষিপ্ত হয় স্থানীয় দখলদাররা। উদ্ধারকৃত জায়গায় মঙ্গলবার গাছের চারা রোপণ করতে যায় বনবিভাগের ৪৫ শ্রমিক। এ সময় স্থানীয় সাব্বির আহমদ, মক্তার মিয়া, আলাউদ্দিন, মকবুল, আবুল ও শফাতসহ দখলদার বাহিনীর বেশকিছু লোক শ্রমিকদের বাধা দেয়।
তারা রোপণকৃত প্রায় ১০ হাজার চারা উপড়ে ফেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় জিডি করেন বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিন। গতকাল সকালে বনবিভাগের শ্রমিকরা ফের রাতারগুলে গাছের চারা লাগাতে যান। তখনো দখলদাররা বাধা প্রদান করে। একপর্যায়ে বনবিভাগের লোকদের সঙ্গে দখলদারদের সংঘর্ষ বাধে। দখলদারদের হামলায় রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিন গুরুতর আহত হন। এ ছাড়া আরও দুই বনরক্ষী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনরক্ষীরা ছররা গুলি ছুড়েন। এ সময় আলিম উদ্দিন, আবদুন নূর ও আরিফ উদ্দিন গুলিবিদ্ধ হন। গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল জানান, একজনের পেট ও অন্য দুজনের পায়ে ছররা গুলি বিদ্ধ হয়েছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএস মুনিরুল ইসলাম বলেন, রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিনের অবস্থা গুরুতর। এ ছাড়া বনরক্ষী শুভ্র আহমদ ও আক্কাস আলী আহত হয়েছেন। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।