বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ

তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে দামুড়হুদা থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার স্বাক্ষরিত প্রত্যাহারের চিঠি গতকাল দামুড়হুদা থানায় পৌঁছায়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— এসআই শ্যামল কুমার সমাদ্দার, এএসআই কার্তিক বসু ও কনস্টেবল সাজ্জাদ হোসেন।

অভিযোগ রয়েছে, গত শনিবার বিকালে দর্শনা রেলগেটের কাছ থেকে একাধিক মামলার আসামি দর্শনা শান্তিপাড়ার সোহেলকে গ্রেফতার করে এসআই শ্যামল কুমার। পরে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে ৪৯ হাজার ৫০০ টাকা ঘুষ নেয় অভিযুক্ত পুলিশ সদস্যরা। ঘটনার পর চুয়াডাঙ্গার এসপি অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন। দামুড়হুদা মডেল থানার ওসি জানান, এ সংক্রান্ত একটি চিঠি বুধবার দামুড়হুদা থানায় পৌঁছেছে।

 

সর্বশেষ খবর