সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিবপুরে মান্নান ভূঁইয়ার বিকল্প খুঁজছে বিএনপি

সঞ্জিত সাহা, নরসিংদী

শিবপুরে মান্নান ভূঁইয়ার বিকল্প খুঁজছে বিএনপি

নরসিংদীর শিবপুরে প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার বিকল্প খুঁজছে স্থানীয় বিএনপি। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনটি বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার দখলে ছিল। ওয়ান ইলিভেন পরবর্তী সময়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল হক ভূইয়া মোহন আসনটি পুনরুদ্ধার করেন। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বিজয়ী হন। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি পুনরুদ্ধার চায় স্থানীয় বিএনপি। শিবপুর এলাকার আমজাদ হোসেন ভূঁইয়া বলেন, মান্নান ভূইয়ার পরিপূরক না থাকায় আসনটি হারায় বিএনপি। এই আসনটি উদ্ধার করতে হলে পরিচ্ছন্ন ও মেধা প্রজ্ঞাসম্পন্ন প্রার্থীর প্রয়োজন। সেখানে সাদামনের মানুষ হিসেবে উপজেলা বিএনপির সভাপতি, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল হারিস রিকাবদারের বিকল্প নেই। জানা যায়, ১৯৬৩ সালে আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আবুল হারিস রিকাবদার। সে সময় তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। ১৯৬৯-এর গণঅভ্যুথান, ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৬ সালে উপজেলার মাছিমপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়ে এরপর প্রায় ২৫ বছর ওই দায়িত্ব পালন করেন। পর পর দুবার  মহাসচিব নির্বাচিত হন বাংলাদেশ চেয়ারম্যান এসোসিয়েশনের। এরপর পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নেন। আবুল হারিস রিকাবদার বলেন, আসন পুনরুদ্ধারের সর্বময় চিন্তা দলীয় নীতি-নির্ধারকদের।

সর্বশেষ খবর