শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে

প্রতিদিন ডেস্ক

ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে

কুমিল্লার দাউদকান্দিতে ভেঙে পড়া ব্রিজ। ছবিটি গতকাল তোলা —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লায় ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে পড়ে চালক নিহত হয়েছেন। চট্টগ্রাম ও কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ গেছে আরও দুজনের। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও     প্রতিনিধিদের খবর—

কুমিল্লা : দাউদকান্দি উপজেলার কদমতলিতে গতকাল ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত খোকন মিয়া (২৪) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মোগারচর গ্রামের আজমল মিয়ার ছেলে। তিনি দাউদকান্দি পৌর সভার সবজিকান্দি গ্রামে বসবাস করতেন। স্থানীয় সূত্র জানায়, কদমতলীর একতা ভাটা থেকে ট্রাক্টরভর্তি ইট নিয়ে দাউদকান্দি বাজারে যাচ্ছিলেন খোকন। পথে কদমতলী খালের উপর নির্মিত কদমতলী-কেডিসি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রাক্টরসহ খালে পড়ে। ঘটনাস্থলে মারা যান চালক খোকন মিয়া। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রামের সীতাকুণ্ডের বাইপাস সড়ক এলাকায় গতকাল সকালে দুর্ঘটনায় আরিফ হোসেন (২০) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত আরিফের বাড়ি ফেনী জেলা সদরে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানচাপায় কলিম উল্লাহ (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডলনপীর মাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ   চকরিয়া উপজেলার মুসলিমনগর এলাকার খলিল উল্লাহর ছেলে।

 

সর্বশেষ খবর