শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাদক চিরতরে নির্মূল করা হবে

------------------------ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হু ইপ ইকবালুর রহিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপ যুবসমাজ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে। প্রধানমন্ত্রীর মাদকবিরোধী অভিযান জনগণের কাছে প্রশংসিত হয়েছে। পিতামাতা ও অভিভাবকদের মধ্যে শান্তি ফিরে এসেছে। মাদক নিয়ন্ত্রণ হওয়ায় শিক্ষার হার বাড়ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। মাদক ছিল এ দেশের উন্নয়ন ও অগ্রগতির বাধা। সে বাধা অতিক্রম করেছে আওয়ামী লীগ সরকার। আগামী দিনে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে মাদককে চিরতরে নির্মূল করা হবে। রবিবার হুইপ ইকবালুর রহিম দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি দিনাজপুর সদর সেক্টর মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর দিনাজপুর চেহেলগাজী ইউপি থেকে উত্তর গোবিন্দপুর আজিমপুর ইউপি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন হুইপ।  অপরদিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য দিনাজপুর সদর উপজেলাধীন ও পৌরসভার পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

 

সর্বশেষ খবর