শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

৪৮ ঘণ্টার মধ্যে ডিসির অপসারণ দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোখলেসুর রহমান সরকারের আপসারণ দাবিতে আইনজীবীরা গতকাল কোর্ট বর্জন শুরু করেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ বলেন, ডিসির অনিয়ম দুর্নীতির প্রতিবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট, রেভিনিউ কোর্ট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জন শুরু করা হয়েছে। তার অপসারণ না হওয়া পর্যন্ত এটা চলবে। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া পুরাতন ডিসি কোর্ট ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আলামত রয়েছে। এর আগে রবিবার বিকালে ডিসিকে অপসারণের দাবিতে পৌরপার্কে সমাবেশে করেছেন গোপালগঞ্জবাসী। প্রসঙ্গত, স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ, ঘুষ-দুর্নীতি, রেলের জমি অধিগ্রহণে দুর্নীতি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কৌশলে বন্ধ করে রাখা, জেলা প্রশাসন স্কুল প্রতিষ্ঠা, ডায়াবেটিক সমিতি হাসপাতালে কর্মচারীদের বেতন বন্ধ রাখা, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা ইত্যাদি অভিযোগে ডিসি মোখলেসুর রহমান সরকারকে শনিবার অবাঞ্ছিত  ঘোষণা করে ৭ দিনের তাকে অপসারণের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর