শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পরিবেশ বাঁচাতে তালবীজ রোপণ করুন : চিফ হুইপ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন, নিজের প্রাণিকুল  ও পরিবেশ বাঁচাতে হলে তালবীজের বিকল্প নেই। দেশের জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন  বজ্রপাত বর্ষণ  থেকে রক্ষা  পেতে শহর গ্রাম বাড়ির পতিত মাটিতে তালগাছ রোপণ করেন। প্রাকৃতিক তালবীজ অকাল বর্ষণ ও বজ্রপাতকে প্রতিহত করার শক্তি রয়েছে বলে কৃষিবিদদের অভিমত। এতে মানুষ প্রাণিকুল ও বৃক্ষাদি রক্ষা পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় বাউফলের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের  পাকা আধাপাকা সড়কের দুই পাশে ১০ হাজার তালবীজ রোপণের নির্দেশ দেন তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষকে। গতকাল  ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উস্থিত ছিলেন ইউএনও পিজুস চন্দ্র  দে, অপূর্বলাল সরকার, মোশারেফ হোসেন খান, ইব্রাহিম ফারুক প্রমুখ।

সর্বশেষ খবর