মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গাছ থেকে পড়ে মৃত্যু

ফেনীর পরশুরামে গাছ থেকে পড়ে মো. সোহেল (২৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পরশুরাম পৌরসভার অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। সোহেল ফেনী সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিল।

—ফেনী প্রতিনিধি

অগ্নিকাণ্ড

দিনাজপুর-বিরলে (স্থলবন্দর) প্লাস্টিকের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। গত রবিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারে গতকাল ভোরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

—প্রতিদিন ডেস্ক

চাঁদপুরে নৌকার পক্ষে প্রচারণা

চাঁদপুরের হাইমচর উপজেলার এমজেএসকে জুনিয়র হাইস্কুল মাঠের জনসভায় উন্নয়নের মার্কা নৌকার পক্ষে ভোট চাইলেন সুজিত রায় নন্দী।

গতকাল বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। —চাঁদপুর প্রতিনিধি

বাল্যবিয়ে বিষয়ে কর্মশালা

ময়মনসিংহে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা এবং বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কে কর্মশালা হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় গতকাল নগরীর টাউন হল মিলনায়তনে ‘কৈশোরের জয়যাত্রা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুইয়া, ইউনিসেফ ময়মনসিংহের চিফ অব ফিল্ড অফিস ওমর ফারুকসহ  প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।  —ময়মনসিংহ প্রতিনিধি

উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবে জনগণ

জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া এমপি বলেছেন, সরকারের উন্নয়ন দেখে দেশের জনগণ আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। মেঘনা উপজেলার মানিকাচর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, মাহামুদা ভূইয়া, মজিবুর রহমান মজিব, আব্দুল্লাহ্ আল বাকি শামিম, হালিমা আক্তার, আবুল কাশেম, শাহ আলম, গাজী দেলোয়ার হোসেন, আলমগীর কবির, লিটন আব্বাসী প্রমুখ। —দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর