দিনাজপুরের পার্বতীপুরে খুরা রোগে দুটি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও সাতটি। খামারীর অভিযোগ উপজেলা প্রাণী সম্পদ অধিদফতরের দেখভালে অবহেলার কারণে গরু মারা গেছে। তবে প্রাণীসম্পদ বিভাগ অভিযোগ অস্বীকার করেছে।
জানা যায়, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলামের খামারে রবিবার ও গতকাল প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুুটি গরু মারা গেছে। একই খামারে আরও ৭ টি গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরুগুলোকে আলাদা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাফিজুল ইসলাম। পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, চিকিৎসক পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা এখনও চলমান। এটি সংক্রামক রোগ। বাতাসের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহিনুর আলম জানান, বাজারের কেনা গরু এনে তিনি খামারে রাখেন। সেই গরুর মাধ্যমেও এ রোগ হতে পারে। মৃত গরুর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।