ঝিনাইদহে ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। যথাসময়ে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (স্লিপ) টাকার হিসাব না দেওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান এই নোটিস জারি করেন। জানা যায়, ঝিনাইদহ জেলায় স্লিপ প্রকল্পের আওতায় ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সব বিদ্যালয়ে গত জুনের আগে তিন কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। স্কুলপ্রতি দেওয়া হয় ৪০ হাজার। বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কর্মসূচি বা পরিকল্পনা বাস্তবায়নে প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ একাউন্টে এই টাকা দেওয়া হলেও অধিকাংশ স্কুলে ভুয়া বিল ভাউচার জমা দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। অধিকাংশ বিদ্যালয়ে কোনো কাজ হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান জানান, আগে তো জবাবদিহিতা ছিল না। এখন হিসাব নেওয়া হচ্ছে। এটা একটা নজির বলা যায়। তিনি বলেন, ‘কোনো প্রধান শিক্ষক বা কমিটি প্রধান স্লিপের টাকার দালিলিক প্রমাণ দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ডিডি খুলনাকে চিঠি দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।