মেহেরপুরে ইজিবাইকচালক এনায়েত হোসেন খোকন হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আলমগীর হোসেন, মামুন হোসেন ও ওয়াসিম আলী। বাকি দুই আসামি ফিরোজ হোসেন ও কাবলু ইসলামকে তিন বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ অক্টোবর মেহেরপুরের টেংরামারী মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইজিবাইকচালক এনায়েত হোসেন খোকনের মরদেহ উদ্ধার করে পুলিশ। খোকন মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সদর থানায় হত্যা মামলা করেন।