খুলনার কয়রায় মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আধা কিলোমিটার বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। সোমবার রাতে বাঁধের এই অংশ কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে ধসে যায়। হঠাৎ এই ভাঙনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত শুক্রবার রাতে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আধা কিলোমিটার সড়ক নদীতে চলে যায়। অব্যাহত ভাঙনে ওই এলাকা থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনকবলিত এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বলেন, মদিনাবাদ লঞ্চঘাটের এক কিলোমিটার এলাকাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বাঁধ ভেঙে কয়রা সদরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে। পাউবো কর্মকর্তারা ভাঙনএলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।