নির্ধারিত ফরমে জিডি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনহয়রানি কমাতে থেকে নির্ধারিত ফরমে জিডি করার কার্যক্রম চালু করেছে। মঙ্গলবার দুপুরে জিএমপির সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। এ সময় তিনি বলেন, অনেক সাধারণ মানুষ থানায় এসে কাগজ, কলম বা জিডি লেখার উপায় খোঁজে পান না। এসব কাজে সহায়তার জন্য এবং জনহয়রানি এড়াতে এ কার্যক্রম একযোগে জিএমপির আটটি থানায় চালু করা হয়েছে। এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কমিশনার বলেন, মেট্রোপলিটন পুলিশের কোথাও কোনো প্রকার ঘুষ দুর্নীতির খবর পেলে তা জিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হয়েছে। —গাজীপুর প্রতিনিধি
বিআরবি কেবলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশসেরা কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত কারখানা চত্বরে গতকাল দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় ও কারখানার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আলোচনা সভায় বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। —কুষ্টিয়া প্রতিনিধি
ওপেন হাউজ ডে পালিত
টঙ্গীর পাশে নগরীর পুবাইল থানা কার্যালয়ে মাদক ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে গতকাল সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাইজ ডে পালিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমান। অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব, ওসি নাজমুল হক ভূইয়া, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর মোমেন মিয়া, কাউন্সিলর জোসনা বেগম, অ্যাড. মজিব, যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা, রহমান আলী খন্দকার প্রমুখ। উন্মুক্ত আলোচনায় বক্তারা মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর অবস্থান এবং নিরীহ মানুষ যাতে পুলিশি হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন। —টঙ্গী প্রতিনিধি
তারেকের ফাঁসি দাবিতে র্যালি
২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসির দাবিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আয়োজনে মোটরসাইকেল র্যালি ও পথসভা হয়। ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা র্যালি বের করে। নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মেয়র সাইদুল করিম মিন্টু।
—ঝিনাইদহ প্রতিনিধি