বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে জুলেখা (১৫) নামে এক স্কুলছাত্রী। উপজেলার নগর ইউনিয়নের দ্বারিখৈর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। জুলেখা ওই গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে ও নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। গতকাল তার বিয়ের দিন ধার্য ছিল।  বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন জানান, বুধবার দুপুরে ১০৯ নম্বর থেকে ইউএনও আনোয়ার পারভেজের কাছে জুলেখার বাল্যবিয়ে সংক্রান্ত খবর আসে। খবর পেয়ে তিনিসহ ইউএনও ঘটনাস্থলে গিয়ে দেখেন মেহমানদের খাবার পরিবেশন চলছে। পুলিশ ও ইউএনওকে দেখে তারা খাবার ফেলে পালিয়ে যান। ইউএনও আনোয়ার পারভেজ বলেন, মেয়ে পক্ষের মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। বর পক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে জুলেখাকে বিয়ে না করার জন্য বলা হয়েছে।

 

সর্বশেষ খবর