বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পাঁচজনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান গতকাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন— ফজলুল হক, সালেহীন, খুশালী, হাসানুজ্জামান ও আব্দুর রাজ্জাক। — মেহেরপুর প্রতিনিধি

পিকআপচাপায় শিশুর প্রাণহানি

বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল পিকআপচাপায় সাব্বির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাব্বির সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রামের মুকুল মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভাঙন রোধের দাবি

বরিশালের কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙন থেকে সদর উপজেলার চরকাউয়া এলাকা রক্ষাসহ চার দফা দাবি জানানো হয়েছে। চরকাউয়া নদী ভাঙন রোধ সংগ্রাম কমিটির উদ্যোগে কীর্তনখোলা নদীর তীরে গতকাল মানববন্ধন করে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, কীর্তনখোলার অব্যাহত ভাঙন থেকে চরকাউয়া ইউনিয়ন রক্ষা, চরকাউয়া খেয়াঘাট থেকে জনতার হাট পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ, কীর্তনখোলা নদীর ডুবোচর ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন করতে হবে। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাদ থেকে পড়ে মৃত্যু

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ভোররাতে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে হেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হেলাল ময়মনসিংহের ফুলপুর থানার রাইতাকান্দা গ্রামের তোফাজ্জলের ছেলে। তিনি ওই ভবনের নিচ তলার একটি দোকানের কর্মচারী ছিলেন। ঘটনার দিন রাতে কয়েকজন কর্মচারী ভবনের ছাদে ঘুমিয়ে ছিলেন। —টঙ্গী প্রতিনিধি

‘মানুষ আবারও এরশাদ শাসনামলে ফিরতে চায়’

জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরিক ইসলামী গণআন্দোলনের চেয়ারম্যান মীর রেজাউল ইসলাম বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের সবাই নিরাপদে থাকবে। তাই দেশবাসী আবারও এরশাদের শাসনামলে ফিরে যেতে চায়। গতকাল চট্টগ্রাম মহানগরের একটি হোটেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ডা. আবদুর রহিম। বক্তব্য দেন আলী আকবর চৌধুরী কাশেম, মাওলানা রুবায়াত প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর