শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে নোয়াখালী পৌরসভা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের আবাসনসহ প্রাথমিক সব সহযোগিতার বিষয়ে উদ্যোগ নিয়েছে নোয়াখালী পৌরসভা।

জানা গেছে পৌরসভার চারটি স্থানে শিক্ষার্থীদের জন্য সেবাকেন্দ্র স্থাপন, খাবারের ব্যবস্থা, পৌর এলাকার সব মসজিদ, পৌর কার্যালয়ের তৃতীয় তলা ও নোয়াখালী পৌরমেয়র শহীদ উল্যাহ খান সোহেল মেয়র কর্তৃক নির্ধারিত বাসায় আবাসনের ব্যবস্থা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা, যাতায়াতের সুবিধার্থে জাতীয় পতাকাসম্বলিত মোটর বাইকের ব্যবস্থা, পৌরসভার লোগোসম্বলিত কলম প্রদান এবং শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৬টি ইউনিটে ৭০ হাজার ২৯৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সর্বশেষ খবর