সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্থান নির্বাচন নিয়ে ধূম্রজাল শিক্ষার্থীদের ক্ষোভ

কুবির অধিকতর উন্নয়ন প্রকল্প

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ দশমিক ২২ একর ভূমি অধিগ্রহণের স্থান নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী ভূমি অধিগ্রহণের স্থান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের রাজার খোলা গ্রামে। যা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস থেকে দুই কিলোমিটারেরও বেশি দূরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই স্থান নির্বাচনকে ক্যাম্পাস সমপ্রসারণ ও যৌক্তিক ব্যাখ্যা করলেও সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চান ‘অখণ্ড ক্যাম্পাস’। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ ও সমালোচনা চলছে।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের (চলতি দায়িত্ব) বলেন, ‘আমরা সব ধরনের চিন্তা মাথায় রেখেই প্রকল্পটি সাজিয়েছি। প্রকল্পে ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হবে যার জন্য উপযুক্ত স্থানই নির্বাচন করা হয়েছে। এতে ক্যাম্পাস স্থানান্তর হবে না, সমপ্রসারণ হবে।’ উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘বর্তমান ক্যাম্পাস আমাদের মা। এটিকে স্থানান্তরের কোনো প্রশ্ন বা সম্ভাবনাই নেই। বর্তমান ক্যাম্পাসকে অপরিবর্তিত রেখেই  ভূমি অধিগ্রহণের মাধ্যমে ক্যাম্পাস সমপ্রসারণ করা হবে।’ জানা যায়, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের লক্ষ্যে ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ২০০ দশমিক ২২ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এদিকে গতকাল শিক্ষার্থীরা অখণ্ড ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর