সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জরাজীর্ণ সেতুটিই ‘ভরসা’

ঝালকাঠি প্রতিনিধি

কাঠলিয়া উপজেলার মুন্সিরাবাদ-আওরাবুনিয়া সড়কে কবুরতলা খালের উপর এলজিইডির নির্মিত ব্রিজটি পাঁচ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে সেতুটি। ভাঙা স্থানে কাঠ ফেলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত শিশু শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যাতায়াতে বিকল্প পথ না থাকায় এই সেতুটিই একমাত্র ‘ভরসা’ গ্রামবাসীর। সরেজমিনে দেখা যায়, ব্রিজের উপরের সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় মুন্সিরাবাদ-আওরাবুনিয়া সড়কের একমাত্র যানবাহন মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে। এক বছর আগে স্থানীয় বাসিন্দা রহমাত আলী নিজ অর্থায়নে কাঠ দিয়ে সাময়িক মেরামত করে দেন। তখন ব্রিজ দিয়ে আবারও মোটরবাইক, রিকশা ও হাজার হাজার মানুষ চলাচলের কারণে এখন কাঠও ভেঙে গেছে। শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। কয়েকজন অভিভাবক জানান, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন থাকতে হয় তাদের। কখন যেন সন্তান দুর্ঘটনার কবলে পড়ে এই চিন্তা সারাক্ষণ তাড়া করে। কাঠালিয়া উপজেলা সহকারী প্রকৌশলী বিপুল কুমার বলেন, ‘আমি দুই মাস হলো কাঁঠালিয়ায় যোগদান করেছি। ব্রিজের এমন বেহাল দশার কথা আমার জানা ছিল না। ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর