সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির ২৭০ নেতা-কর্মীর নামে বোমা হামলা মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল হক তালুকদার এবং নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সাত্তার বাবুল গৌরনদী থানায় এ মামলা করেন। এজাহারে আওয়ামী লীগ নেতা-কর্মীর ওপর বোমা হামলা চালিয়ে অনেককে আহত করার অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ। নুরুল হকের করা মামলায় ২৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৯০ জনকে আসামি করা হয়েছে। আর সাত্তার বাবুলের মামলায় আসামি করা হয়েছে ২৪ নেতার নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১৩০ জনকে। নুরুল হক এজাহারে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমানের বাড়িতে সভা শেষে নেতা-কর্মীরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে উত্তর পালরদী গ্রামে রাত ৯টার দিকে বিএনপি নেতা বদিউজ্জামানের বাড়ির সামনে আসামিরা তাদের উপর ৫-৭টি বোমা হামলা চালায়। আ. সাত্তার তার এজাহারে একই রাতে পিংলাকাঠী এলাকায় বোমা হামলার অভিযোগ করেছেন। উত্তর পালরদী গ্রামের হামিদা ও হাবিবা জানান, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় তারা কোনো বিস্ফোরণের শব্দ পাননি। দোকানি বেল্লাল হোসেন বলেন, তিনি ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখেন। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় বোমাবাজি কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর হামলার খবর তিনি শোনেননি। পিংলাকাঠী গ্রামের শাহ আলম বলেন, এখানে বোমা হামলা হলে বিকট শব্দ হতো। তিনি এই ধরনের কোনো শব্দ শুনতে পাননি। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবদুল্লাহ-আল মামুন বলেন, শুক্রবার সকালে ৯ ও রাতে ২ যুবক এখানে এসে বলেন আমরা আহত হয়েছি, প্রাথমিক চিকিৎসা দিন। রেজিস্ট্রারে নাম লেখার পর চিকিৎসা না নিয়েই তারা চলে যান। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, দুটি স্থান থেকে বিস্ফোরিত বোমার আলামাত ও অবিস্ফোরিত ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান বলেন, নেতা-কর্মীরা যাতে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের মাঠে না থাকতে পারে সেজন্য ‘গায়েবি’ মামলা দিয়ে তাদের এলাকা ছাড়া করার ষড়যন্ত্র চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর