সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দ্বন্দ্ব দুই অফিসের, ভুক্তভোগী সাধারণ মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্মাণ কাজ শেষ হওয়ার দুই বছর পার হলেও সরকারি দুটি অফিস কর্তৃপক্ষের দ্বন্দ্বে চালু হয়নি রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিস। দুটি উপজেলার বসতবাড়ি ও প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটলে পার্শ্ববর্তী উপজেলা থেকে যাচ্ছে অগ্নিনির্বাপক দল। ফলে প্রায়ই যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় বেড়ে যায় ক্ষয়ক্ষতি। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ বলছে, কাজ শেষ করার পর দফায় দফায় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে চিঠি দিলেও ভবন দুটি বুঝে নিচ্ছেন না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ভাষ্য, মানসম্মত অবকাঠামো না হওয়া ও নিম্নমানের কাজ হওয়ায় এ অবস্থায় পড়ে আছে।  জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, হরিপুর এবং রানীশংকৈলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন নির্মাণ শুরু হয় ২০১৪ সালে। ২০১৬ সালে নির্মাণ কাজ শেষ হয়। ভবন দুটি নির্মিত হওয়ার পরও কেন কর্তৃপক্ষ বুঝে নিচ্ছেন না তা খতিয়ে দেখা হচ্ছে। রানীশংকৈল ও হরিপুর উপজেলার একাধিক বাসিন্দা জানান, আমাদের দুটি উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য আসেন। তারা আসতে আসতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান বলেন, জানতে পেরেছি গণপূর্ত বিভাগ ও দমকল বাহিনী কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও সফরে এসে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন দুটি উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর