বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উন্নয়ন চিত্র তুলে ধরতে সাংস্কৃতিক উৎসব-মেলা

প্রতিদিন ডেস্ক

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে তুলতে ধরতে জেলা-উপজেলায় গতকাল দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ স্লোগানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলা আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বগুড়া : সদর উপজেলা পরিষদ চত্বরে সকালে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। সদর উপজেলার ইউএনও আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মমতাজ উদ্দিন। উদ্বোধন শেষে উন্নয়ন র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী মেলায় ১০টি স্টলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। লক্ষ্মীপুর : বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান। ইউএনও শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফিজ উল্লাহ, ফাহমিদা মোস্তফা। উৎসবে গানে গানে দর্শক মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী পরান, আঁচল ও অর্ণব। ঝিনাইদহ : কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন এমপি নবী নেওয়াজ, জেলা প্রশাসক সরোজ কুমার, পুলিশ সুপার হাসানুজ্জামান। দিনব্যাপী এ মেলায় ২৫টি সরকারি-বেসরকারি সংগঠনের স্টল স্থান পেয়েছে। মেহেরপুর : গাংনীতে লোকজ মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। আলোচনা সভায় ইউএনওর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ইবাদত হোসেন। এছাড়া নোয়াখালী, নাটোরসহ বিভিন্ন জেলায় বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ খবর