শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ফার সিরামিক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার রাতে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। —গাজীপুর প্রতিনিধি

অচেতন করে দুই বাড়িতে লুট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামে দুই পরিবারের সবাইকে অচেতন করে লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল ওই দুই পরিবারের অসুস্থ ৭ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আঞ্জুমান আরা, রিপা জামান, নাহার ও আসমা, তাসলিমা এবং সাহিদা। —বাগেরহাট প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল পৌর শহরের ১৩ নং রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। কাশেমের বাড়ি উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম পশ্চিমপাড়া গ্রামে। —বদরগঞ্জ প্রতিনিধি

অগ্নিকাণ্ড

বগুড়ার সারিয়াকান্দির শাহপাড়ায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে একটি পাট গুদাম পুড়ে গেছে। অপরদিকে গতকাল দিনাজপুরের চিরিরবন্দরে ফলিমাড়ি বর্জাডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে যায়।

—প্রতিদিন ডেস্ক

পৌরমেয়র বরখাস্ত

বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব বিভাগকে অনুলিপি দেওয়া হয়েছে । —আদমদীঘি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর