সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ ভয়াল ১২ নভেম্বর

ভোলা প্রতিনিধি

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এ দিনে ভোলাসহ উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ব্যাপক ধ্বংসযজ্ঞে বিরাণভূমিতে পরিণত করেছিল গোটা উপকূলকে। সেই সময়ের দৈনিক পূর্বদেশ পত্রিকার ভোলা মহকুমা সংবাদদাতা সাংবাদিক এম হাবিবুর রহমান জানান, ৭০ সালের ১১ নভেম্বর দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি। পরদিন ১২ নভেম্বর আবহাওয়া আরও খারাপ হতে লাগল এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে লাগল সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উঁচু ঢেউ। ৩০/৪০ ফুট উঁচু সেই ঢেউ আছড়ে পড়ল লোকালয়ের ওপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর