মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পল্লী চিকিৎসক-শিশুসহ প্রাণ গেল ছয়জনের

প্রতিদিন ডেস্ক

পল্লী চিকিৎসক-শিশুসহ প্রাণ গেল ছয়জনের

সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে পল্লী চিকিৎসক এবং রংপুরে নিহত হয়েছেন এক শিশু। এছাড়া নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাটে সড়কে প্রাণ গেছে আরও চারজনের। রবিবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— ঝিনাইদহ : জেলা শহরের বাইপাস মোড়ে দুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরোহী শরিফুল ঝিনাইদহ সদর উপজেলার কুটি দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। রংপুর : পীরগাছা উপজেলার তাম্বুলপুরে সকালে মোটরসাইকেলের ধাক্কায় সজীব (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সজীব তাম্বুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, পীরগাছা-তাম্বুলপুর সড়কে খেলছিল সজীব। এ সময় একটি মোটিরসাইকেল তাকে চাপা দেয়। নড়াইল : জেলা সদরের মীরাপাড়ায় নসিমন থেকে পড়ে মারা গেছেন বাবু (৩৫) নামে এক যুবক। তিনি কালিয়া উপজেলার বনগ্রামের আব্দুল ওদুদের ছেলে। রবিবার মীরাপাড়ায় নমিসন স্পিডব্রেকারে উঠার সময় ছিটকে পড়ে আহত হন বাবু। খুলনা মেডিকেলে ওই তিন রাতে তার মৃত্যু হয়। এদিকে, গতকাল কালিয়া উপজেলার বুড়িখালী নামক স্থানে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা রোকসানা বেগম (৪৫) নিহত হয়েছেন।

গোপালগঞ্জ : জেলা শহরের কুয়াডাঙ্গায় সকালে বাসচাপায় নূর মোহাম্মদ মিটু (৪৫) নামে এক মোটর শ্রমিক নিহত হয়েছেন। মিটু কুয়াডাঙ্গার আব্দুর রহমানের ছেলে ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। বাগেরহাট : মোল্লাহাটে রবিবার রাতে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের চালক সারাফত হোসেন (২৫) নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকের আরও দুজন সহকারী আহত হন। আহতদের উদ্ধার খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত সারাফত হোসেনের বাড়ি নড়াইল জেলা সদরে।

সর্বশেষ খবর