শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অটোমেশনের আওতায় বেনাপোল

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি ও রফতানি বাণিজ্যে গতি এবং পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবশেষে অটোমেশন ও সিসি ক্যামেরার আওতায় এলো দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এতে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বন্দরের বিভিন্ন পণ্যগারে কাস্টমস হাউজের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। অটোমেশন প্রক্রিয়ায় কাজ শুরু হয়েছে কয়েকটি দফতরে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশ অনেক আগেই ডিজিটাল হলেও বেনাপোল বন্দর ছিল অনেকটা আধুনিকতার ছোঁয়ার বাইরে। এতে নানা ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সম্পাদন করতে হতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর