শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘হবিগঞ্জে এক বছরে ছয় হাজার স্বাভাবিক প্রসব’

হবিগঞ্জ প্রতিনিধি

২০১৭’র জুলাই থেকে ১৮ সালের জুন পর্যন্ত হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবাগ্রহণ করেছেন প্রায় ছয় হাজার (৫৮৪২) জন প্রসূতি। ১৮’র জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে এ সেবা নিয়েছেন আরও এক হাজার ৫৮৭ জন। যা দেশের অন্য জেলার তুলনায় অনেক বেশি। হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বলা হয়, হবিগঞ্জ জেলায় ৭২টির মধ্যে ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪ ঘণ্টা সেবা প্রদান করে। যে কারণে প্রাতিষ্ঠানিক ডেলিভারির দিকে আগ্রহী হচ্ছে সাধারণ মানুষ। এতে কমছে মা ও শিশু মৃত্যু হার। বিশেষ করে দেশের যে কোনো জেলার চেয়ে হবিগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরতরা বেশি সক্রিয় বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

সর্বশেষ খবর