রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুখ বেঁধে অপহরণের সময় মারা যায় জুয়েল

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মুক্তিপণের আশায় হাত-মুখ বেঁধে অপহরণের সময় মারা যায় স্কুলছাত্র জুয়েল (৮)। হত্যা মামলায় আটক তিন আসামির স্বীকারোক্তিতে এ তথ্য জানা যায়। আটকরা হলো— সিংড়া উপজেলার কুমগ্রাম মসুরাপাড়া এলাকার দ্বিজেন, নিহত জুয়েলের চাচা মনি সরকার এবং মামা মো. হিরা।

অতিরিক্তি পুলিশ সুপার আকরামুল হাসান গতকাল পুলিশ সুপারের কার্যলয়ে করফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বলেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় শিশু জুয়েল নিখোঁজ হয়। ২৮ অক্টোবর রাতে ব্রিজের নিচে কচুরিপনার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। আসামি দ্বিজেনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে রনি ও হীরাকে আটক করে পুলিশ। আটকদের প্রাথমিক তথ্যমতে নিহত জুয়েলের বাবা তিন লাখ ৭০ হাজার টাকায় জমি বিক্রি করেন। ওই টাকা মুক্তিপণ হিসেবে চাওয়ার পরিকল্পনায় জুয়েলকে অপহরণ করা হয়। গামছা দিয়ে হাত-মুখ বেঁধে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। পরে জুয়েলের বাড়ির অদূরে ব্রিজের নিচে খালের কচুরিপনার নিচে লাশ চাপা দেয়।

সর্বশেষ খবর