বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আত্মরক্ষায় কারাতে শিখছেন ছাত্রীরা

নীলফামারী প্রতিনিধি

আত্মরক্ষায় কারাতে শিখছেন ছাত্রীরা

ইভটিজিংসহ নানা সামাজিক নিপীড়ন থেকে নিজেকে বাঁচাতে কারাতে শিখছেন নীলফামারীর গ্রামাঞ্চলের স্কুলছাত্রীরা। ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগে সহায়তা দিচ্ছে। গত ৫ বছরে ৬৩টি ব্যাচে এক হাজার ৮৯০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছয় দিনের প্রশিক্ষণ শেষ হয় গত রবিবার দুপুরে। সেখানে প্রশিক্ষণ নিয়েছেন ওই বিদ্যালয়ের ২৫ ছাত্রী। নবম শ্রেণির জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, মানসিক বিকাশ ঘটেছে। আমরা মেয়েরা স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হই। এ প্রশিক্ষণে নিজেকে রক্ষার কৌশল শিখেছি। এখন আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারবো’। স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ  রায় জানান, প্রশিক্ষণ শেষে মেয়েরা নিজেকে রক্ষার মনোবল ফিরে পেয়েছে। অন্যরাও প্রশিক্ষণ নিতে আগ্রহ দেখিয়েছে। কারাতে প্রশিক্ষক গায়েত্রী রায় বলেন, গত ৫ বছরে বিভিন্ন স্কুল কলেজে ৬৩টি ব্যাচে প্রায় দুই হাজার মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ নিয়ে তারা অনেকটা সাহসী হয়ে উঠেছে। জীবন সংগ্রামে জয়ী হওয়ার মনোবল তৈরি হয়েছে’। সংস্থাটির সমন্বয়কারী শাহনাজ বেগম বলেন, ‘২০১৪ সাল থেকে নীলফামারী জেলায় মেয়েদের এই কারাতে প্রশিক্ষণ প্রদানের কাজটি শুরু করছে উদয়াঙ্কুর সেবা সংস্থা।’

সর্বশেষ খবর