বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
লিগ্যাল এইড সেমিনারে বক্তারা

মুন্সীগঞ্জে ৩ বছরে ১৬৭১ আইনি সহায়তা প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ‘উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য’ প্রচার ও প্রসারে মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা জজ আদালত ভবনে গতকাল এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দরিদ্র বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তাকারী সংস্থা লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, মুন্সীগঞ্জে সংস্থার মাধ্যমে ২০১৮ সালে অক্টোবর পর্যন্ত ৫৭২টি এবং গত তিন বছরে ১৬৭১টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের সভাপতিত্বে ও লিগ্যাল এইড কর্মকর্তা কামরুন নাহারের সঞ্চালনায় সভায় অংশ নেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়দার আলী, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মনির হোসেন।

সর্বশেষ খবর