বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনায় গৃহবধূ পরিভানুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা মামলায় স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— নিহতের স্বামী ইব্রাহীম তালুকদার, আবদুস সালাম, আ. রহমান ও আবুল কালাম। এদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে আসামি আ. সালাম নিজ বসতঘর থেকে পানের বরজে বেশি টাকায় কাজ দেওয়ার কথা বলে ডেকে নেয় পরিভানুকে। ওই রাতেই পরিভানুর স্বামী ইব্রাহীমসহ আবদুস সালাম, আবদুর রহমান ও আবুল কালাম ধানখেতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ ও পরে গলাটিপে হত্যা করে।

সর্বশেষ খবর