বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

নিয়োগ পরীক্ষা স্থগিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আগামী ৩০ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রভাষক ও কর্মকর্তা নিয়োগের সব ধরনের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা পরিচালক প্রফেসর  শ্রীপতি সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার কার্যক্রম শুরু হলে  মিডিয়া ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

—দিনাজপুর প্রতিনিধি

গবেষণা মূল্যায়ন বিষয়ক কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুই দিনব্যাপী ‘গবেষণা মূল্যায়ন’ শীর্ষক কর্মশালা গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— ভিসি প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া। প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর তোফায়েল আহমেদ। দুই দিনের কর্মশালায় ৮টি টেকনিক্যাল সেশনে ৬৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

—গাজীপুর প্রতিনিধি

গাড়িচালকদের প্রশিক্ষণ

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ও ডা. শামীম কবীর।—চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী শফিক আজাদকে খুনের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু তাহের গতকাল এই রায় দেন। দণ্ডিতরা হলো— পিপলু ও সজীব। —কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর