শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্স

মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

দিনাজপুর প্রতিনিধি

চিকিৎসক, কনসালটেন্টসহ জনবল সংকট, অপারেশন থিয়েটার বন্ধসহ নানা সংকটে জর্জরিত দিনাজপুরের পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় চার লাখ মানুষের সেবা প্রদানের জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসক থাকার কথা ৩৪ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও পার্বতীপুরে চিকিৎসাসেবা প্রদানের জন্য আটটি উপ-স্বাস্থ্যকেন্দ  ও পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের একই অবস্থা। জানা যায়, পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১৫০-২০০ রোগী বহির্বিভাগে সেবা নিতে আসেন। কিন্তু চিকিৎসকসহ জনবল সংকটে অপারেশন থিয়েটার বন্ধ। প্রায় এক বছর ধরে বিকল এক্স-রে মেশিন। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সার্জিক্যাল বিভাগ, মেডিসিন বিভাগ ও অ্যানেসেথসিয়া বিভাগে কনসালটেন্ট পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুনুর রশিদ জানান, জুনিয়র কনসালটেন্ট-সার্জিক্যাল, মেডিসিন, অ্যানেসথেওলজিস্ট, কার্ডিওলজি ও চক্ষু, ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, নার্সিং সুপারভাইজার, মেডিকেল টেকনিক্যাল-রেডিও, ফিজিও, কার্ডিও গ্রাফারসহ হাসপাতালের দুটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদ শূন্য রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চিকিৎসা সহকারীও কম রয়েছে। হাসপাতালে আসা রোগীরা অভিযোগ করেন, আমরা গরিব মানুষরা অন্য কোথাও যেতে পারি না বলে এখানে চিকিৎসা নিতে আসি। কিন্তু ডাক্তারের অভাবে ভাল সেবা পাচ্ছি না।  অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক সংকটের ব্যাপারে বলেন— ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র দেওয়া হয়েছে। আগামী বিশেষ বিসিএসের নিয়োগের পর হয়তো এর সমাধান হবে।

সর্বশেষ খবর