রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাঁটাতারের বেড়ায় বন্দী রিকশাচালক পরিবার!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি রাজাপুরের গালুয়া পাকা মসজিদ এলাকায় প্রতিপক্ষের কাঁটাতারের বেড়ায় দুই মাস ধরে প্রায় বন্দী জীবনযাপন করছে এক রিকশাচালকের পরিবার। এ বিষয়ে ইউএনও ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও সুফল মেলেনি। গত রবিবার রাজাপুরে সাংবাদিকদের কাছে এ কথা জানান ভুক্তভোগী জালাল হাওলাদারের শাশুড়ি লিলি বেগম। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে বের হওয়ার প্রধান রাস্তায় পিলার পুঁতে কাঁটাতারের বেড়া দিয়ে একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। জালাল ও তার শাশুড়ি লিলি জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় প্রতিপক্ষ গত অক্টোবর মাসের প্রথম দিকে জালালের বাড়ি থেকে বের হওয়ার প্রধান রাস্তায় কাঁটাতারের বেড়া দেয়। লিলি বেগমের অভিযোগ, ঘটনার দিন রাতে তিনি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরদিন সকালে দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। পরে তারা ইউএনওর স্মরণাপন্ন হন। জালাল জানান, বর্তমানে ছেলেমেয়ে নিয়ে তার মানবেতর জীবনযাবন করছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজাপুর থানার এসআই ইউনুচ মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে শালিস মানিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ইউএনও আফরোজা বেগম পারুল জানান, ওই পরিবারটিকে বিকল্প পথ দেওয়া হয়েছে। তাতে যদি আপত্তি থাকে তবে সার্ভেয়ার পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে।

সর্বশেষ খবর