শিরোনাম
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাঁদপুরে ঐক্যফ্রন্টের হুঁশিয়ারি

চাঁদপুর প্রতিনিধি

দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। সেই সঙ্গে তারা চাঁদপুরের কয়েকটি থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,  জাতীয় ঐক্যফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সদস্যসচিব অ্যাড. সেলিম আকবর, অ্যাড. ফজলুল হক সরকার, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাস্টার, অ্যাড. সেলিম উল্যা, চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের প্রার্থী এমএ হান্নান। নেতারা বলেন, চাঁদপুরের প্রতিটি আসনে বিএনপির নেতা-কর্মীরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করছে। ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কিন্তু নির্বাচন সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন না। উল্টো আমাদের নেতা-কর্মীদের আটক করছে। নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর